খেলা

এশিয়া কাপ টি-টোয়েন্টি: থাইল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

By Daily Satkhira

November 28, 2016

হারদিয়ে আসরে শুরুটা করেছিল বাংলাদেশের মেয়েরা। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৪ রানে হেরেছিল তারা। অবশ্য দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল রুমানা-সালমারা। সোমবার স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে জিতেছে তারা।

ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮৮ রান গড়ে। ওপেনার সানজিদা ইসলাম সর্বোচ্চ ৩৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ফারজানা হকের সংগ্রহ মাত্র ১৫ রান।

লক্ষ্য খুব একটা বড় না হলেও, স্বাগতিকরা পারেনি এই রানও টপকাতে। বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। পান্না ঘোষ চার ওভার বল করে ৯ রান খরচায় চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান। এ ছাড়া রুমানা তিনটি ও জাহানারা নেন দুটি উইকেট।

মঙ্গলবার আসরের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। একই দিনে অন্য ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান।