কালিগঞ্জ

দক্ষিণশ্রীপুরে ভাইয়ের সম্পত্তি ভোগদখলের অভিযোগ

By daily satkhira

July 09, 2018

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে ভাইয়ের সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের অভিযোগ উঠেছে আপন ভাইদের বিরুদ্ধে। কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন ফল পাননি বলে জানিয়েছেন ভুক্তভোগী আবু বক্কার কারিকরের ছেলে মোতালেব হোসেন। ভুক্তভোগী মোতালেব জানান, ঢাকায় ব্র্যাকের ডিভিশন ইনচার্জ পদে কর্মরত বড় ভাই আব্দুল মান্নানের নির্দেশে মেঝ ভাই আবু হাশেম ও ছোট ভাই ইসরাফিল হোসেন আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক ভোগ দখল করে আসছেন। এমনকি তার নামীয় জমিও লিখে নিয়ে তাকে ভিটে ছাড়া করতে উঠে পড়ে লেগে আছে। আমার নামে যে জমি আছে সেটা আলাদা করে দেয় না। আমি সামান্য জমি ঘের করে সেই ঘের থেকে তারা ইচ্ছামত মাছ মেরে নেয়। এর প্রতিবাদ করতে গেলে মেঝ ভাই কারণে অকারণে ঝগড়া বাধিয়ে মারপিট করে এবং আমার শিশু পুত্রকে হত্যা সহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে আসছে। এঘটনায় আমি স্থানীয় মেম্বর, চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন সমাধান করতে পারেননি। তিনি আরো জানান, কোন দপ্তরে অভিযোগ করার পর তাদের নোটিশ করা হলেও তারা হাজির না হয়ে আস্ফালন করে আমাকে ভিটে ছাড়া করারও হুমকি দেয়। এতে তিনি স্ত্রী পুত্র নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে জীবন-যাপন করছেন বলে জানিয়েছেন। এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, বড় ভাই আব্দুল মান্নানের নির্দেশে মেঝ হাশেম ভাই ও ছোট ভাইয়ের ইসরাফিল হোসেন এলাকার অসহায় মানুষের উচ্ছেদ করে অন্যত্র তাড়িয়ে দিয়েছে। বর্তমানে বড় ভাই ও মেঝ ভাই ও ছোট ভাই এলাকার চিহ্নিত ভূমি দস্যু হিসাবে পরিচিত। এরা এলাকার কয়েকজন অসহায় মানুষের জমি অবৈধভাবে দখল করে অনেকের ভিটে ছাড়া করেছেন। এদের মধ্যে রয়েছে হাজেরার ছেলে ছপেদ আলী, হামিদ আলী, নুরুলের ছেলে হবি, ছবুর, ছুরমান আলীর ছেলে সোহরাব, সামছুর, শহিদুলদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে করে তাদের গ্রাম করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু হাশেম বিত্তবান ও প্রভাবশালী হওয়ার তার বিরুদ্ধে ওই ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পাননি। এবিষয়ে দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার জানান, এ ঘটনায় মোতালেবের অভিযোগের ভিত্তিতে মিমাংসার জন্য তার দুই ভাই মান্নান ও হাশেমকে নোটিশ করা হয়েছিলো। তারা হাজির না হওয়ায় তা সম্ভব হয়নি। এঘটনায় অভিযুক্ত বড় ভাই আব্দুল মান্নানের ব্যবহৃত ০১৭১২ ৫২৩০৩৮ নাম্বারে ফোন দিলেও সেটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এছাড়া মেঝ ভাই আবু হাশেমের ব্যবহৃত ০১৭২৫ ৬২২৭৬৪ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।