সাতক্ষীরা

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নিপ্পন কে হত্যার হুমকি

By daily satkhira

July 09, 2018

নিজস্ব প্রতিবেদক : মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সদর উপজেলা তাঁতীলীগের সভাপতিকে হুমকি প্রদর্শন করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী এনামুজ্জামান নিপ্পন সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের নুরুজ্জামানের পুত্র ও সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি। ডায়েরি সূত্রে জানাগেছে, নিপ্পন কিছু দিন যাবত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এলাকার মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, সোনা চোরাকারবারী, মাদক সেবনকারী ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে লেখালেখি করে আসছেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ৬ জুলাই’১৮ তারিখ সন্ধ্যায় মাগুরা এলাকার মৃত কিনু মোড়লের ছেলে সাইদ মোড়ল, খালেক মোড়লের ছেলে ইমরান, আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান ও সাইদ মোড়লের ছেলে রায়হানসহ কয়েকজন নিপ্পনকে হত্যাসহ খুন জখমের হুমকি প্রদর্শন করে। এঘটনায় নিপ্পন জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই মাদক ব্যবসায়ীদের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। তিনি উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।