নিজস্ব প্রতিবেদক: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীর বয়স সীমা বাতিলের দাবিতে জেলা আইনজীবী সমিতি বরাবর আবেদন করেছেন ১৮০ জন আইনজীবী। ২৮নভেম্বর জেলা আইনজীবী সমিতির ১৮০ জন আইজীবী স্বাক্ষরিত একটি আবেদন পত্র জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়। আবেদনে বলা হয়েছে, গত ৩১/০৭/১৩ ও ১৪/০৮/১৩ তারিখের সাধারণ সভায় আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীর বয়সের ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারন করা হয়েছে যা বাংলাদেশ সরকারে সংবিধানের সাথে সাংঘর্ষিক ও অগণতান্ত্রিক। উল্লেখিত তারিখের সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতির সদস্য এড. শেখ সাইদুর রহমান বাদী হয়ে সদরসহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার দেং মামলা নং- ৪০৩/ ২০১৩। উক্ত মামলায় যাদেরকে বিবাদী করা হয় তাদের মধ্যে এড. আব্দুস সাত্তার-১, এড. আকবর আলী, এড. মিজানুর রহমান বাপ্পিসহ ১৪জন আইনজীবী বয়স সীমা বাতিলের পক্ষে লিখিত জবাব প্রদান করেন। সেই থেকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থীর বয়সসীমা বাতিলের জন্য এড. আকবর আলী, এড. শামসুদ্দোহা খোকন, এড. ওকালত আলী, এড. রফিকুল ইসলাম-৩, এড. রেজাউল ইসলাম, এড. অহিদুজ্জামানের নেতৃত্বে আন্দোলন করে যাচ্ছেন। উক্ত ১৮০ জন আইনজীবী ২৯ নভেম্বর’১৬ জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় ১৮০ জনের স্বাক্ষরকৃত আবেদনটি সাধারণ সভায় উপস্থাপন পূর্বক আলোচনান্তে প্রার্থীর বয়স সীমা বাতিলের জন্য আবেদন জানিয়েছেন।