খুলনা

পাইকগাছা পাবলিক লাইব্রেরির ২য় তলা জিম ঘরে বখাটেদের উৎপাত

By daily satkhira

November 28, 2016

পাইকগাছা ব্যুরো: পাইকগাছা আলোকিত পৌরসভা নামে খ্যাত এ পৌরসভাটি চলছে যেনতেনভাবে। পাবলিক লাইব্রেরির ২য় তলায় জিম ঘরে বখাটেদের উৎপাত। দেখার কেউ নেই, কর্তৃপক্ষ নিরব। স্বচ্ছ পৌরসভার দাবি এলাকাবাসির। জানাযায়, পাইকগাছা উপজেলার আদালতের পাশেই সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ শিশু বিদ্যালয়, পাবলিক লাইব্রেরির ২য় তলায় জিম ঘর অবস্থিত। দীর্ঘদিন ধরে বিদ্যালয় দুটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। উক্ত বিদ্যালয় দুটির পাশে পাবলিক লাইব্রেরি ও ২য় তলায় শিল্পকলা একাডেমি রয়েছে। কিন্তু শিল্পকলা একাডেমী বর্তমানে বখাটে ও ইভটিজারদের আবাসস্থলে পরিনত হয়েছে। প্রতিদিন সকালে ও বিদ্যালয় ছুটির সময় এদের দৌরাত্ব এতই বেড়ে যায় যে, কোন শিক্ষার্থী নির্বিঘেœ বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারে না। এই দুটি সময় হাসপাতাল ক্রস রোড হতে কোর্ট জামে মসজিদ, শহীদ এম,এ, গফুর মিলনায়তন হতে কোর্ট পর্যন্ত, জেল খানার পার্শ্ববর্তী রোড হতে বালিকা বিদ্যালয়, শিবসা ব্রিজ হতে বালিকা বিদ্যালয় পর্যন্ত বখাটে ও ইভটিজারদের পদচারনায় মুখরিত থাকে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়ার সময় এমন সব মন্তব্য ও অঙ্গভঙ্গি প্রদর্শন করে যাতে তারা মুখ নিচু করে পালাতে পারলে বাঁচে। আবার অনেক বখাটেরা শিক্ষার্থীদের পটিয়ে তাদের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে। অভিভাবক বা সচেতন ব্যক্তি বখাটে বা ইভটিজারদের কারণ জানার চেষ্টা করলে তাদের সাফ উত্তর আমরা জিম শিখতে আসছি। আবার বিদ্যালয় চলাকালীন সময়ে লাইব্রেরির ২য় তলা তলা থেকে বালিকা বিদ্যালয় লক্ষ্য করে চকলেট, ঢিল ছোঁড়া এমনকি শিষ দিতে দেখা যায়। এছাড়াও আদর্শ শিশু বিদ্যালয়ের ৪র্থ ও ৫র্ম শ্রেণির মেয়েরা আতঙ্কে বিদ্যালয়ে আসা যাওয়া করে। বিদ্যালয় সংলগ্ন শিশু পার্ক থাকে এদুটি সময় বখাটেদের আবাসভুমি হিসাবে। অনেক অভিভাবক এদের ভয়ে তাদের কন্যাদের এগিয়ে নিতে লোক পাঠিয়ে দেয়। সবকিছু মিলিয়ে আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেয়র বরাবর অভিযোগ দাখিল করলেও তার কোন প্রতিকার মেলেনি। সব কিছুই মিলে পৌর সদর চলছে হ-য-ব-র-ল ভাবে। পৌর কর্তৃপক্ষ নিরব। উপরোক্ত সমস্যাগুলি নিরসনের জন্য প্রশাসন সহ পৌরবাসী মেয়র মহোদয়ের নিকট জোর দাবি জানিয়েছেন।