সাতক্ষীরা

নাগরিক আন্দোলন মঞ্চের আলোচনাসভা

By daily satkhira

July 13, 2018

নাগরিক আন্দোলন মঞ্চের এক আলোচনাসভা শুক্রবার ১০ টায় জেলা জাসদ অফিসে নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, অধ্যক্ষ সুভাষ সরকার, নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ওবায়দুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশি, উদিচি’র সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, আশরাফ কামাল, স.ম তুহিন, রওনক বাসার, লোদী ইকবাল, বেতনা বাঁচাও আন্দোলনের নির্মল কুমার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য সচিব আলীনুর খান বাবুল। সভায় বক্তারা বলেন, শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামটি সভা,সেমিনার, চিত্র প্রদর্শনী, মতবিনিময়সভাসহ সকল সভা সমাবেশ করার জন্য উন্মক্ত করার দাবি জানানো হয়। এছাড়া শহরের জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি এবং সাতক্ষীরা বড় বাজারের রাস্তার দুইধারের অবৈধ দোকানপাটের কারণে সাধারণ মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারে না। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এছাড়া কুখরালী মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত ও পাকা পুলের মাথা থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বালির ট্রাক ও ভারী যানবাহন রাস্তার পাশে রাখার কারনে প্রতিনিয়তই ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। অবিলম্বে যান জট মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। আগামী শুক্রবার সকাল ১০টায় নাগরিক আন্দোলন মঞ্চের পরবর্তী সভার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ইনামুল হক বিশ্বাসের স্মরনসভা ২০ জুলাইয়ের পরিবর্তে আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি