নিজস্ব প্রতিবেদক : ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটিতে আহছানিয়া মিশনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমে নগদ অর্থ ও উপকরণ বিতরণ করা হয়। ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এর সহযোগীতায় ঢাকা আহছানিয়া মিশনের মাধবকাটি শাখা কার্যালয়ে রবিবার সকালে এউপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মো. ইকবাল আনোয়ার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০নং আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালী। তিনি বলেন, বর্তমান সরকার ভিক্ষাবৃত্তি পুরোপুরি বন্ধের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবান ও বে-সরকারি সংস্থা যদি এভাবে এগিয়ে আসে তাহলে অনতিবিলম্বে আমাদের সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান সানা, ঝাউডাঙ্গা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম আবুল হোসাইন, জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. সোহরাব হোসেন সাজু, ইউপি সদস্য মো. শরিফুজ্জামান ময়না, মো. শহিদুল ইসলাম, রমেশচন্দ্র দাশ, ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া ম্যানেজার মো. সাহেদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের মাধবকাটি শাখা কার্যালয়ের ম্যানেজার মো. বাকিয়ার রহমান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৬জন হতদরিদ্র ভিক্ষুকদের মাঝে ভিক্ষাবৃত্তি বন্ধের লক্ষ্যে গাভী পালন, কাঁচামাল, হাড়িপাতিল ও শাড়ী কাপড়ের ব্যবসার জন্য নগদ অর্থ ও প্রত্যকের ২০হাজার টাকা সমমূল্যের উপকরণসহ ১লক্ষ ২০হাজার টাকা বিতরণ করেন।