রাজনীতি

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের অফিস উদ্বোধন করলেন নজরুল ইসলাম

By daily satkhira

July 13, 2018

নিজস্ব প্রতিবেদক : সকল মান অভিমান ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উদাত্ত আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি আরো বলেন, বর্তমানে সারের কোন অভাব নেই। বিএনপির সময় সারের জন্য ১৮ জন কৃষকের মৃত্যু হয়েছিল। বর্তমান সরকার শিক্ষা বান্দব সরকার। আওয়ামীলীগ সরকারের আমলে স্বাস্থ্যসেবার মান অনেক বেড়েছে। গ্রাম থেকে গ্রামান্তরে কমিউনিটি ক্লিনিকে ৩১ প্রকার ঔষধ দিচ্ছে। খাদ্যে দেশ স্বয়ংসম্পুর্ন হয়েছি। খাদ্য আমরা বিদেশে রপ্তানী করছি। শুক্রবার সন্ধ্যায় কামালনগরস্থ সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের দেশে মাথাপিছু মাসিক গড় আয় ১৩ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি এড. আল মাহমুদ পলাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রোকন উদ্দীন, সামাদ খান, ডাঃ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, মোজাফ্ফার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আলিম, কৃষি ও ঋন বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, মিজানুর রহমান, মোসাক সরদার, কবির হোসেন, হামিদুজ্জামান সুজন, আজিজুল ইসলাম, আব্দুস সামাদ, আবুল হাসান মোড়ল, সেকেন্দার আবু জাফর, সাজ্জাদ হোসেন, হাফিজুল ইসলাম, আবুল হাসান, হাবিবুর রহমান, সাগর হোসেন, আ: রব হাওলাদার, প্রকাশ মন্ডল, সাইফুল আযম খান, নজরুল ইসলাম, আইয়ুব হোসেন, আ: বারী, ইউনুস আলী, ডাঃ বিষ্ণপদ, শওকত হোসেন, ফারুক হোসেন, শরীফুজ্জামন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।