সাতক্ষীরা

গাছের চারা বিতরণ করলেন নজরুল ইসলাম

By daily satkhira

July 13, 2018

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে বসতভিটায় ফলজ ও বনজ বৃক্ষ গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ৭নং ওয়ার্ডের বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কার্যালয়ে এ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে আনোয়ার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা সভাপতি এড. আল মাহমুদ পলাশ, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, আবুল হোসেন, মুকুল হোসেন, রোকন উদ্দীন, মনোরঞ্জন বন্দোপাধ্যায়, রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আক্তারুজ্জামান মুকুল। এসময় নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরার রাস্তাঘাটের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে বর্তমান বিদ্যুৎ উৎপাদনের পরিমান ১৮ হাজার মেগাওয়াট। আমাদের দেশে ৯০ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এদেশের শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, সব দিক দিয়ে এগিয়ে গেছে। যা বিগত অন্য কোন সরকারের আমলে সম্ভব হয়নি।