সাতক্ষীরা

সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

By daily satkhira

July 14, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের আমতলামোড়স্থ সূর্যের হাসি ক্লিনিকে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন। সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনাল অফিসার শরিফুল ইসলাম, খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারি পরিচালক ডা: বিধান চন্দ্র ঘোষ, সিভিল সার্জন অফিসের ডা: জয়ন্ত সরকার, সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: সাবেরা সুলতানা, ম্যানেজার মফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন। এবার সাতক্ষীরা জেলায় ৬ থেকে ১১ মাসের ২১ হাজার ৭’শ ২৮ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লাখ ৮ হাজার ৪’শ ১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার সাতটি উপজেলার দুইটি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের দুই হাজার ৩১টি কেন্দ্রে চার হাজার ৬২জন স্বেচ্ছাসেবক ও ৮৩৯জন স্বাস্থ্য কর্মী নিয়োজিত থাকবে।