আন্তর্জাতিক

ব্রিটেনে লাখো মানুষের ট্রাম্পবিরোধী বিক্ষোভ

By Daily Satkhira

July 14, 2018

বিদেশের খবর: ব্রিটেনের রাজধানী লন্ডনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে লাখো মানুষ। বিক্ষোভকারীরা ‘ডোনাল্ড ট্রাম্প এখানে স্বাগত নয়’ বলে স্লোগান দিতে থাকে। একইসঙ্গে ‘বিশ্বের ১ নাম্বার বর্ণবাদী ও একজন ‘আমেরিকান সাইকো’ লেখা প্ল্যাকার্ডও বহন করছিল তারা।

লন্ডনে একইসঙ্গে ট্রাম্পবিরোধী দুটি বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একটি পার্লামেন্ট স্কয়ারের সামনে আরেকটি ট্রাফালগার স্কয়ারের সামনে। এর আগে শুক্রবার সকালে বিক্ষোভকারীরা হাউজ অব পার্লামেন্টের ওপর ‘ট্রাম্প বেবি’ উড়িয়ে দেয়।

নারীদের প্রতি ট্রাম্পের আচরণ ও বিতর্কিত নীতি করে মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞা ও মার্কিন সীমান্তে অভিবাসীদের শিশুদের বাবা-মা থেকে আলাদা করার প্রতিবাদে এই বিক্ষোভ। বিক্ষোভের আয়োজকরা বলছেন, কেন্দ্রীয় লন্ডনে প্রায় আড়াই লাখ মানুষ এই বিক্ষোভে যোগ দিয়েছেন।

এদিকে, পুলিশ জানিয়েছে, অতিরিক্ত লোকসমাগম হওয়ায় ট্রাফালগার স্কয়ার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তারা।