কালিগঞ্জ

সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে কালিগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা

By daily satkhira

November 28, 2016

কালিগঞ্জ ব্যুরো: শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে যুব সমাজ, শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বি.ই.আই.) এর আয়োজনে নলতা রেডিও ৯৯.২ এফএম’র কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ, উগ্রবাদীকরণ এবং সহিংস চরমপন্থা, সমাজে উগ্রবাদী ভাবধারার নিরসনে বিভিন্ন অংশীদারদের ভূমিকা, সমকালীন বিষয়ে অনুসন্ধানী গবেষণা সংক্রান্ত আলোচনায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম. হুমায়ূন কবির, সিনিয়র গবেষণা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র গবেষণা সহযোগী আশীষ বনিক, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার ও সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা ২৯ নভেম্বর শেষ হবে। কর্মশালার শেষ দিনে অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে সমাজের উগ্রবাদী ভাবধারা ও চরমপন্থা নিরসনে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, উগ্রবাদী কর্মকান্ড প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা (রেডিও এবং প্রিন্ট মিডিয়া), উগ্রবাদী কর্মকান্ড, ধ্যান-ধারণা ও চিন্তাধারা প্রতিরোধে ও শান্তি প্রতিষ্ঠায় সামাজিক গণমাধ্যম ও প্রযুক্তির ভূমিকা বিষয়ে আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, সাতক্ষীরার কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রশিক্ষণ কর্মশালায় এই তিনটি উপজেলা থেকে কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার মোট ৪৮ জন অংশগ্রহণ করছেন।