খেলা

আইরিশদের হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

By Daily Satkhira

July 15, 2018

খেলার খবর: বাংলাদেশ নারী ক্রিকেট দল শনিবার (১৪ জুলাই) বাছাই পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫ রানে জয় পায়। এতে করে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হল সালমাবাহিনী।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।ওপেনার শামিমা সুলতানা ও আয়শা রহমানের জুটিতে আগাতে থাকে বাংলাদেশ। তবে ব্যক্তিগত ১৬ ও দলীয় ২৮ রানে শামিমার উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আয়শা। আর বাকিদের মধ্যে ফারজানা হক ১৭, নিগার সুলতানা ৫, সানজিদা ইসলাম ০, রুমানা আহমেদ ১, ফাহিমা খাতুন ৫, জাহানারা আলম ১২, সালমা ৫, পান্না ঘোষ ০ ও নাহিদা আখতার ১ রানে আউট হয়ে ফেরেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১২২ রান।

এদিকে, ব্যাটিংয়ে নেমে উইকেট হারাতে থাকে আইরিশরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন লিউয়িস। এছাড়া রিচার্ডসন করেন ২৩ রান। বাকিদের কেউ দশের ঘর পার হতে পারেননি। এতে করে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।