কলারোয়া

কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

By Daily Satkhira

July 15, 2018

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপাতি হয়েছে। শনিবার (১৪জুলাই) বিকেলে জয় ডাঙ্কার বাদ্য সহযোগে পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গন হতে গোগ তুলশীডাঙ্গা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির (মাসির বাড়ি) পর্যন্ত রথযাত্রা উৎসব পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। কলারোয়া সনাতন ধর্ম স্বেছাসেবক পরিষদ আয়োজিত ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উৎসবে অংশ নেন। দুপুরে রথযাত্রা উৎসব উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা নারী মুক্তি আন্দোলনের সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাংসদের সহধর্মীনি প্রধান শিক্ষক নাসরিন খাঁন লিপি। রথযাত্রা সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি শ্রী সন্দ্বীপ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলির সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়, সন্তোষ কুমার পাল, শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ অধিকারি, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, শিলা রানী হালদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রদীপ পাল। সাবিক সহযোগিতা করেন রবীন্দ্রনাথ ঘোষ মনু, অসিম পাল বটু, গৌরাঙ্গ সোম, জয় দাস, মধু ঘোষ, আনন্দ ঘোষ, নিখিল অধিকারি, নিমাই অধিকারী, নিত্য গোপাল রায়, স্বপন পাল, মধুসৃদন হালদার, অধ্যাপক অসিম ঘোষ, উজ্জল দাস (প্রাণ) প্রমুখ। রখের সারথি ছিলেন বাবু অর্জুন পাল। উৎসবটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ প্রচার করে অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। এর আগে সকালে মঙ্গল আরতি, শ্রী মদ্ভাগবত পাঠ ও ভজন কীর্ত্তন, ভোগ আরতি কীর্ত্তন ও প্রসাদ বিতরণ করা হয়। বিশ্ব শান্তি ও মানবতার মঙ্গল কামনা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিকশিত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন অনুষ্ঠানে আগতরা। আগামি ২২জুলাই রবিবার শ্রীশ্রী জগন্নাথদেবের পূর্ণযাত্র বা উল্টোরথ অনুষ্ঠিত হবে।