আন্তর্জাতিক

আফগানিস্তানে মৃতের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়েছে : জাতিসংঘ

By Daily Satkhira

July 16, 2018

বিদেশের খবর: চলতি বছর প্রথম ছয় মাসের সংঘর্ষে আফগানিস্তানে ১,৬৯২ জন নিহত হয়েছে। এর ফলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আফগানিস্তানে জাতিসংঘ মিশন রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, মৃতের সংখ্যা গত বছরের চেয়ে এক শতাংশ বেশি এবং এটি ২০০৯ সালের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এসব ব্যক্তির নিহতের জন্য সন্ত্রাসীদের হামলা এবং বোমা বিস্ফোরণকে প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সংঘর্ষে ৩, ৪৩০ জন আহত হয়েছে যা একই সময়ে গত বছরের তুলনায় পাঁচ ভাগ কম বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘ মিশন আরও জানিয়েছে, গত মাসে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এবং উগ্র গোষ্ঠী তালেবানের মধ্যে নজিরবিহীন যুদ্ধবিরতি সত্ত্বেও রেকর্ড সংখ্যক ব্যক্তি নিহত হয়েছেন।

আফগানিস্তানের তালেবান গত ৯ জুন এক বিবৃতিতে ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিরুদ্ধে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছিল।

প্রেসিডেন্ট আশরাফ গনির পক্ষ থেকে এর আগে ওই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছিল। যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হলে আফগান সরকার তা বাড়ানোর প্রস্তাব দিলে তালেবানের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয় এবং তারা দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর ব্যাপক হামলা জোরদার করে। সুত্র: রেডিও তেহরান