খেলা

জেনে রাখুন রাশিয়া বিশ্বকাপের সব টুকিটাকি তথ্য

By Daily Satkhira

July 16, 2018

খেলার খবর: পর্দা নেমেছে রাশিয়া বিশ্বকাপের। এক মাস ব্যাপি চলা এই টুর্নামেন্ট কত কিছুই না ঘটেছে। বিশ্বকাপের প্রথম আসর থেকেই বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। অনেক কষ্টে দ্বিতীয় রাউন্ডে উঠলেও সেরা আটে যায়গা হয়নি মেসিদের। জাপান-বেলজিয়াম ম্যাচকে ধরা হয় সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ম্যাচ। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লুকাকুরা। বিডি২৪লাইভ ডট কমের পাঠকদের জন্য এই বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ঘটনা নিয়ে আমাদের এই আয়োজন-

সর্বোচ্চ গোলদাতা: হ্যারি কেন (৬)

আসরের মোট গোল: ১৭৫

হলুদ কার্ড: ২১৯

লাল কার্ড: ৪

মোট পাস: ৪৯৬৫১

ম্যাচ প্রতি গোলের গড়: ২.৬

হলুদ কার্ডের গড়: ৩.৫

লাল কার্ডের গড়: ০.০৬

ম্যাচে গড় পাস: ৭৭৫.৮

সর্বোচ্চ গোলতাদা দল: বেলজিয়াম (১৬টি)

সর্বোচ্চ আক্রমণকারী দল: ক্রোয়েশিয়া (৩৫২)

সেরা পাস: ইংল্যান্ড (৩৩৩৬)

সেরা রক্ষণ (সেভ): ক্রোয়েশিয়া (৩০১)

খেলোয়াড় হিসেবে বেশি সুযোগ তৈরি: নেইমার (২৭)

সবচেয়ে বেশি দৌড়েছেন: ইভান পেরেসিচ (৭২ কিমি)

সবচেয়ে বেশি পাস: সার্জিও রামোস (৪৮৫)

বেশি সেভ: থিবাউ কোরতুয়া (২৭)