খেলা

অনন্য উচ্চতায় ফরাসি কোচ দেশম

By Daily Satkhira

July 16, 2018

খেলার খবর: ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ শিরোপা জিতল ফ্রান্স। ১৯৯৮ সালে প্রথম শিরোপা জয়ের দুই দশকের ব্যবধানে তারা পেল এই সাফল্য। ফরাসিদের এই সাফল্যের সঙ্গে দলটির কোচ দিদিয়ের দেশমও নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। ফুটবল ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় এবং কোচ হিসেবে জিতলেন বিশ্বকাপ শিরোপা।

১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে ফ্রান্স জিতেছিল প্রথম শিরোপা। সেসময় দিদিয়ের দেশম ছিলেন দলটির অধিনায়ক। দুই দশক পর ফরাসিদের হাতে যখন দ্বিতীয় শিরোপা ওঠেছে তখন দেশম হলেন দলটির কোচ।

ফুটবল ইতিহাসে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার কৃতিত্ব আছে কেবল ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের। সেই তালিকায় এবার তৃতীয় নাম হিসেবে যুক্ত হলো দিদিয়ের দেশমের নাম।