নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. মোস্তাফিজুর রহমান যোগদান করেছেন। সোমবার দুপুরে তিনি সদর থানায় যোগদান করেন। এর আগে তিনি আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কমর্রত ছিলেন। এছাড়া ইতোপূর্বে সাতক্ষীরার ডিবি পুলিশের ওসি, দেবহাটা ও শ্যামনগর থানার ওসি হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোর পুকুরিয়া গ্রামে। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আব্দুর রহমান। তিনি ২০০০ সালে সাব ইন্সপেক্টর হিসেবে নড়াইল সদরে যোগদানের মধ্য দিয়ে চাকুরি জীবন শুরু করে অদ্যবধি সে সুনামের সাথে চাকুরী করে আসছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাসহ পুলিশিং কার্যক্রমে শ্রেষ্ঠ ওসি হিসেবে দুই দুই বার পুরস্কৃত হয়েছেন। তিনি বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক তার কর্মস্থলে দায়িত্ব পালন করবেন এং জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন। সদর থানাকে একটি আদর্শ থানায় রুপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবেন। একই সাথে সদর থানার অফিসার ইনচার্জ মো. মারুফ আহম্মদ কলারোয়া থানায় যোগদান করেছেন।