কলারোয়া

শিক্ষালদ্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হবে- কলারোয়ায় এমপি লুৎফুল্লাহ

By Daily Satkhira

July 17, 2018

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘কারিগরি শিক্ষার বিকল্প নেই। হাতেকলমে শিক্ষা নিয়ে সেই জ্ঞানকে ব্যবহারিক পর্যায়ে প্রয়োগ করতে পারলে দেশ ও দশের কল্যান অবধারিত। শিক্ষা জীবন শেষ করে চাকরির জন্য যাতে অপেক্ষা করতে না হয় সেজন্য বাস্তবসম্মত শিক্ষাকে এগিয়ে নিতে হবে।’ কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৭জুলাই) দুপুরে কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে তিনি নতুন ভবনের ফলক উন্মোচন করেন। আ.লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘সরকার কারিগরি শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা নামে পৃথক বিভাগ গঠন করা হয়েছে। সরকারি চাকরির বয়সসীমা ৩৫বছর করার সুপারিশ করা হয়েছে।’ প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। অনুষ্ঠানে কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, কাজীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম শহীদুল আলম, অধ্যক্ষ কবির হোসেন, শিক্ষক সাংবাদিক দীপক শেঠসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধিজনেরা উপস্থিত ছিলেন।