জাতীয়

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা ২১ লাখ

By daily satkhira

July 17, 2018

অনলাইন ডেস্ক: অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর পল্টনের পাঁচ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাবে) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৩ ও স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। জরিমানা করা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, ইফতি ডায়াগনস্টিক সেন্টার, রয়েল ডায়াগনস্টিক সেন্টার, রাজধানী ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল। সারোয়ার আলম আমাদের সময়কে জানান, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, টেস্ট না করে রিপোর্ট প্রদান ও অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিক্যল সামগ্রী ব্যবহার করায় এই জরিমানা করা হয়েছে।