কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল সাড়ে ১০ টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নবনিযুক্ত ওসি সৈয়দ আব্দুল মান্নান। উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে দেবহাটায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, সরকার থেকে ঘেরের চিংড়ি মাছে ভাইরাস পরীক্ষা করার জন্য একটি মেশিন প্রদান করা হয়েছে। উক্ত মেশিনে ২০০ বিঘা ঘের পর্যন্ত মাছ পরীক্ষা করার জন্য ৫০০ টাকা এবং ২০০ বিঘার উপরের ঘেরের মাছ পরীক্ষা করার জন্য ১ হজার টাকা ফি প্রদান করতে হবে। এছাড়া মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে এসকল কাজে সকলের সহযোগীতা কামনা করা হয়।