সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনার উপর কর্মশালা

By daily satkhira

November 29, 2016

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে পানি ব্যবস্থাপনার উপর সাতক্ষীরায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হল রুমে বে-সরকারি উন্নয়ন সংস্থা দলিত (“ওয়াটার ফর ফুড ইন দ্য কোস্টাল এরিয়া অব সুন্দরবনস্ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ” প্রকল্পের আওতায়) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর হোসেন (সজল) এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মৃত্তিকা গবেষক সচিন্দ্র নাথ বিশ^াস, বিনা সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা আরাফাত তপু ও দলিতের সহকারি পরিচালাক বাসন্তী লতা দাস প্রমূখ। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কুদ্দুস। কর্মশালায় জলাবদ্ধ জমিতে সবজি চাষের উপর সফলতা তুলে ধরে সকলকে নিজ নিজ জমিতে সবজি আবাদের আহবান জানানো হয়। এতে বলা হয়, কচুরিপানা দিয়ে ৩০মিটার দৈর্ঘ্য ও ৩মিটার প্র¯্য’ বেড তৈরি করে যে কোন সবজি চাষ করা সম্ভব। পাশাপাশি সেখানে মাছও উৎপাদন হবে। যা আমাদের খাদ্য নিরাপত্তা সুসংসহত করবে।