ফিচার

সাতক্ষীরার বিভিন্ন প্রতিষ্ঠানের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

By Daily Satkhira

July 20, 2018

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় সাতক্ষীরায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর যশোর বোর্ডে পাশের হার ৬০.৪০%। যা গত বছরে ছিল ৭০.০২%। এবছর সাতক্ষীরা সরকারি কলেজে মোট পরীক্ষার্থী সংখ্যা ১২০৯ জন। এদের মধ্যে এ প্লাস ৫৮জন, এ গ্রেড ৩৫০জন, এ মাইনাস ২৭৪ জন, বি গ্রেড ১৮৩ জন, সি গ্রেড ৭২জন। ফেল করেছে ২৭২জন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে মোট পরীক্ষার্থী সংখ্যা ৬৫৩জন, এ প্লাস ৯জন, এ গ্রেড ৭৮ জন, এ মাইনাস ১০৫জন, বি গ্রেড ১৩৩জন, সি গ্রেড ৭০জন ও বি গ্রেড ১ জন। ফেল করেছে। গাভা আইডিয়াল কলেজে মোট পরিক্ষার্থী ৬৬ জন। পাশ করেছে ৫৯ জন। এ গ্রেড পেয়েছে ৪ জন, এ মাইনাস ১৪ জন, বি পেয়েছে ২৪ জন, সি পেয়েছে ১৭ জন। সাতক্ষীরা সিটি কলেজ মোট পরীক্ষার্থী ৩০০জন, এ গ্রেড ১০জন, এ মাইনাস ১৩জন, বি গ্রেড ৫১ জন, সি গ্রেড ৪৫জন, ফেল করেছে ১৮১জন। সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে মোট পরীক্ষার্থী ২৮৫ জন, এ গ্রেড ৯ জন, এ মাইনাস ২৩জন, বি গ্রেড ৩৪ জন, সি গ্রেড ৩১জন, ফেল করেছে ১৮৮জন। ভালুকাচাঁদপুর আদর্শ কলেজে মোট ১১৫জন, এ গ্রেড ৬ জন, এ মাইনাস ১৬জন, বি ৩৩জন, সি ১৩জন। ফেল করেছে ৪৭জন। এড. রহমান কলেজে মোট পরীক্ষার্থী ১১০জন, এ গ্রেড ৬জন, ্এ মাইনাস ২২জন, বি ১৭জন, সি ৭জন, ফেল করেছে ৫৮জন। ছফরুননেছা মহিলা কলেজে মোট পরীক্ষার্থী ৫৬জন, এ গ্রেড ৭জন, ১ মাইনাস ১১জন, বি গ্রেড ১৫জন, সি গ্রেড ৬জন, ফেল করেছে ১৭জন। সীমান্ত আদর্শ কলেজে মোট পরীক্ষার্থী ৩৯২জন, এ প্লাস ৯জন, এ গ্রেড ৭১জন, এ মাইনাস ৯০জন, বি গ্রেড ৭২জন, সি গ্রেড ১৮জন, ফেল ১৩২জন। এম এ গফুর মডেল কলেজে মোট পরীক্ষার্থী ৩৬জন, এ গ্রেড ৩জন, এ মাইনাস ২জন, বি গ্রেড ৩ জন, সি গ্রেড ৩জন, ফেল করেছে ২৫জন। ইসলামিয়া মহিলা কলেজে মোট পরীক্ষার্থী ১১জন, এ মাইনাস ১জন, বি ১জন, সি ১জন ফেল করেছে ৮জন। গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ১৮জন, এ মাইনাস ৩জন, বি গ্রেড ৫জন, সি গ্রেড ৬জন, ফেল করেছে ৪জন। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮৬ জন এর মধ্যে পাশ করেছে ২৮৪ জন এবং ফেল করেছে ১০১ জন। এর মধ্যে এ প্লাস পেয়েফে ১ জন, এ গ্রেড পেয়েছে ১৩ জন, এ মাইনাস পেয়েছে ১০ জন, বি গ্রেড পেয়েছে ১৮ জন, সি গ্রেড পেয়েছে ১৯ জন এবং ডি গ্রেড পেয়েছে ১জন।