খেলা

প্রতিশোধের জয় তুলে নিল চিটাগং

By Daily Satkhira

November 30, 2016

অনলাইন ডেস্ক: মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিলো তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। সে সাথে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৩তম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৩২ রানের সহজ লক্ষ্য ছুঁড়ে দেয় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগং। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত থাকেন দলপতি তামিম ইকবাল।

এছাড়া গেইল ১৯, এনামুল ৩, মালিক ১, জাকির ৩, জহুরুল ২২ ও মোহাম্মদ নবী ১৭ রানে অপরাজিত থাকেন। খুলনার পক্ষে শুভাগত, মোশারাফ ও কুপার নেন একটি করে উইকেট। বাকি দুইটি রান আউট।

এর আগে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ করে খুলনা। চিটাগংয়ে লক্ষ্য দাঁড়ায় ১৩২ এ। দিনের দ্বিতীয় খেলাটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা পৌঁনে ছয়টায় অনুষ্ঠিত হয়।

চিটাগং একাদশ : ১. তামিম ইকবাল (অধিনায়ক) , ২. ক্রিস গেইল, ৩. এনামুল হক বিজয়, ৪. শোয়েব মালিক, ৫. মোহাম্মদ নবী, ৬. জহুরুল ইসলাম, ৭. জাকির হাসান, ৮. সাকলাইন সজীব, ৯. তাসকিন আহমেদ, ১০. ইমরান খান (১) ও ১১. শুভাশীষ রায়।

খুলনা একাদশ : ১. আন্দ্রে ফ্লেচার, ২. হাসানুজ্জামান, ৩. শুভাগত হোম, ৪. মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ৫. নিকোলাস পুরান, ৬. তাইবুর রহমান, ৭. কেভিন কুপার, ৮. জুনায়েদ খান, ৯. শফিউল ইসলাম, ১০. মোশাররফ হোসেন ও ১১. আরিফুল হক।