নিজস্ব প্রতিবেদক : ইউসিসিএ’র কর্মচারীদের চাকুরির মডেল প্রবিধানমালা ’১৭ প্রসংগে চেয়ারম্যানবৃন্দের সাথে আলোচনাসভা শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় সাতক্ষীরা সদর ইউসিসিএ’র সোহেল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রধান পরিদর্শক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কালিগঞ্জ ইউসিসিএ’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, তালা ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ অজিয়ার রহমান, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আশাশুনি ইউসিসিএ’র প্রধান পরিদর্শক স্বরজিত কুমার রায় প্রমুখ। এসময় ইউসিসিএ’র কর্মচারীদের মডেল চাকুরি প্রবিধান মালা ২০১৭ সম্পর্কিত আলোচনা করা হয়। সাতক্ষীরা জেলার সকল ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যানবৃন্দ ও সাতক্ষীরা জেলার সকল ইউসিসিএ লিঃ এর কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল কর্মচারীদের সম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয় যে, ২০১৭এর প্রবিধানমালা বার্ষিক সাধারণ সভায় অনুমোদন না হওয়ায় পূর্বে সার্ভিস রুল বহাল রেখে ইউসিসিএ লিঃ এর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত কর্মচারী সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম, আবু ছালেক, কালিগঞ্জের আব্দুল ওহাব, দেবহাটার শামছুদ্দোহা, তালা ইউসিসিএ’র পরিদর্শক পরিতোষ কুমার রায়, সাতক্ষীরা সদরের শাহ আলম, মুকন্দ লাল হালদার, গোপাল চ্যাটার্জী, কুতবউদ্দীন, শাহাদাৎ হোসেন, সুজিত আচার্য, আবু বক্কর প্রমুখ।