নিজস্ব প্রতিবেদক : শুক্রবার বিকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ড ও ডা: আ ফ ম রুহুল হক এমপির চলমান উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরার জন্য আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর(মাড়িয়ালা মোড়) থেকে ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ শুরু করা হয়েছে। এসময় নেতৃবৃন্দ আশাশুনিতে চলমান উন্নয়ন কার্যক্রম ডা: রুহুল হক এমপির অর্থায়নে শ্রীউলা ইউনিয়নে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক পাঠাগার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় ভবনের চলমান নির্মাণ কাজ,মাড়িয়ালা-হাজরাখালীর সংযোগ রাস্তা মুক্তিযোদ্ধা সড়কের চলমান ; কাজ,খোলপেটুয়া মহা শ্মশানের চলমান কাজ, খোলপেটুয়া নদীর বাঁধের বর্তমান অবস্থা দেখতে এবং এমপির পক্ষ্য থেকে স্থানীয় নেতৃবৃন্ধদের সাথে মত-বিনিময় করেন এমপির প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, প্রেস সচিব তোষিকে কাইফু। গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমির হোসেন জোয়ার্দ্দার, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু হেনা বিল্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি ও ইউপি সদস্য দিবাকার সেন,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সঞ্জয় মিশ্র,সাধারণ সম্পাদক আবু হাসান,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হোসেন,সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।