খুলনা

জেলা পরিষদ নির্বাচন নির্বাচিত হতে পারলে ডিজিটাল ওয়ার্ড গড়ে তুলবো- ১২ নং ওয়ার্ড সদস্য প্রার্থী সুকৃতি-

By daily satkhira

November 30, 2016

পাইকগাছা প্রতিনিধি: আগামী ২৮ ডিসেম্বর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতা, দেলুটী, সোলাদানা এবং ডুমুরিয়া থানার শরাফপুর ও মাগুরখালী ইউনিয়ন নিয়ে ১২ নং ওয়ার্ড গঠিত। সারা দেশের ন্যায় নির্বাচনী হাওয়া থেকে পিছিয়ে নেই পাইকগাছার ওয়াচপাড়া গাঁ হিসাবে পরিচিত লতা ও দেলুটী ইউনিয়ন। ঠিক সেই মুহুর্তে উক্ত ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসাবে আওয়ামীলীগ নেতা সুকৃতি মোহন সরকার সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, পাইকগাছা উপজেলার অবহেলিত দেলুটী ইউনিয়নে আমার জন্ম। যে ইউনিয়নে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। ইউনিয়নটি তিনটি বদ্বীপের মধ্যে অবস্থিত। বর্ষা মৌসুমে কেউ ঘর থেকে বাহিরে আসতে পারে না। একই অবস্থা ৩নং লতা ইউনিয়ন। যেখানে ২টি বদ্বীপ রয়েছে। দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সহিত আমিসহ আমার পরিবার জড়িত আছে। আমার স্ত্রী ইতিকার রানী চক্রবর্তী উপজেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পাইকগাছা উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য। আমি বর্তমান উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য। ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা আ’লীগের নির্বাহী সদস্য হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করছি। ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী দেলুটী ইউনিয়নের দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। উপজেলার মধ্যে এ দুটি ইউনিয়ন আ’লীগের ঘাঁটি হিসাবে এবং হিন্দু অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত। আমি একজন শিক্ষক। নিজ পেশা ও রাজনীতির পাশাপাশি সমাজের ব্যাপক উন্নয়ন মুলক কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এর মধ্যে মসজিদ, মন্দির, স্কুল, যাত্রী ছাউনি, শ্মশানঘাট, ব্রিজ কালভার্ট, পুকুর খনন রয়েছে। নির্বাচনে আমি জয়ী হতে পারলে আমার নির্বাচনী ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসাবে গড়ে তোলার জন্য যা যা করার দরকার তা আমি করবো। এটাই আমার অঙ্গীকার।