কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সদ্য সরকারীকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির প্রশত সভা শনিবার সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক সৈয়দ কাজী আব্দুল মজিদ। সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহঝানিয়া মিশনের সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল মজিদ, অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, সাবেক ইউপি সদস্য রিয়াসাত আলী, সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ, সাবেক শিক্ষক মোজাম্মেল হক, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, সাবেক শিক্ষক আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আনোয়ারুল হক, ঢাকা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আকবর আলী, ঢাকা কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাব্বির আহমেদ, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক লাভলু, আব্দুল হামিদ, প্রচার উপ-কমিটির আহবায়ক আর.কে.বাপ্পা, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, সাংবাদিক কে.এম রেজাউল করিম প্রমুখ। সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি বিভিন্ন কমিটির এবং উপ-কমিটির যাচাই বাছাই করা হয়। সভার শুরুতে সভাপতি সৈয়দ কাজী আব্দুল মজিদ সকলকে ধন্যবাদ জানান এবং শতবর্ষ উদযাপন অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে করতে বিস্তারিত দিক নির্দেশনা দেন। এছাড়া সভায় সকলের সম্মতিক্রমে রেজিষ্ট্রেশন ফরম বিতরন ও রেজিষ্ট্রেশন ফি কমিয়ে সাবেক ছাত্র-ছাত্রীদের জন্য ৩শত, পরিবারের সদস্যদের জন্য ৩শত এবং চলতি শিক্ষার্থীদের জন্য ২শত টাকা নির্ধারন করা হয়। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য উদযাপন কমিটির ওয়েবসাইট-www.debhatabbmpcent.org এবং ফেসবুক পেইজ- Debhata Bbmp Century Celebration -তে যোগাযোগ করার জন্য সকল সাবেক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।