সাতক্ষীরা

আর্থসামাজিক উন্নয়নে হাঁস পালন প্রশিক্ষণের উদ্বোধন

By daily satkhira

November 30, 2016

নিজস্ব প্রতিবেদক: পাচারের কবল থেকে ফিরে আসা এবং যৌন নির্যাতনের শিকার ভিকটিমদের আর্থসামাজিক উন্নয়নে হাঁস পালন প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।গতকাল সকালে সিডাব্লুসিএস’র আয়োজনে ও ফাউন্ডেশন ফির আর্থিক সহযোগিতায় শহরের পলাশপোরস্থ বউ বাজার এলাকায় এ কর্মসুচির উদ্বোধন করা হয়। সিডাব্লুসিএস এর সমন্বয়কারি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোকাল কো-অডিনেটর নাসরিন জাহান, লিয়াজো কমিউনিকেশ অফিসার মারুফা সুলতানা, দৈনিক যুগের বার্তার মফস্বল বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, বুথ ম্যানেজার রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, হাঁস পালন কর্মসুচির মাধ্যমে ভিকটিমরা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে পারে।