স্পোর্টস ডেস্ক: বিদেশে ফ্রাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। আর এই ইনজুরির কারণে দেশকে সেভাবে সার্ভিস দিতে পারছেন না কাটার মাস্টার। তাই আগামী দুই বছর বিদেশি কোনো লিগে তাকে খেলার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর নান্দনিক পারফরম্যান্সে আলোচনায় ঝড় তুলেছেন সাতক্ষীরার এই ক্রিকেটার। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পান উদীয়মান এই ক্রিকেটার। আর ফ্রাঞ্চাইজি সেই টুর্নামেন্টে খেলতে গিয়ে ইনজুরিতে আক্রান্ত হন মোস্তাফিজ। বিদেশ থেকে বয়ে আনা সেই চোটের কারণে দেশের জার্সিতে খেলতে পারেননি তিনি। জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে যে সার্ভিস পাওয়ার কথা ছিল তা তিনি দিতে ব্যর্থ হয়েছেন। যে কারণে আগামী দুই বছর বিদেশি কোনো লিগে মোস্তাফিজকে খেলার অনুমতি দেয়া হবে না। এমনটিই বলছেন বিসিবি সভাপতি নাজুল হাসান পাপন।