বিনোদন

জয়া আহসানের অন্যরকম আর্তনাদের গান (ভিডিও)

By Daily Satkhira

July 22, 2018

বিনোদন সংবাদ: পেশা জীবনে পেয়েছেন আকাশছুঁই সফলতা; অথচ ব্যক্তি জীবনে তিনি ঠিক ততটাই নিঃসঙ্গ। নাম- সেন; মিস সেন।

টলিউডের মুক্তি প্রতীক্ষিত আলোচিত ছবি ‘ক্রিসক্রস’-এ ঠিক এভাবেই উঠে এসেছেন দুই বাংলার অন্যতম অভিনেত্রী ঢাকার মেয়ে জয়া আহসান। এবার সিনেমার গানে এ তারকার আর্তনাদই যেন উঠে এলো।

গত ২০ জুলাই প্রকাশিত হয়েছে পরিচালক বিরসা দাশগুপ্তের এই ছবির গান। নাম ‘মোমের শহর’। যেখানে জয়াকে এভাবেই পাওয়া গেল। পাশাপাশি এতে আরও চারটি চরিত্র হাজির করা হয়েছে। দেখা গেল, কলকাতার মেয়ে নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মিমি চক্রবর্তী ও সোহিনী সরকারের নানারূপ। প্রত্যেকেরই জীবনের গোপন হাহাকার নিয়েই এ গান ‘মোমের শহর’। এর কথা লিখেছেন স্মরণজিৎ চক্রবর্তী, মিউজিক কিরণ ফর জ্যাম ৮। আর গেয়েছেন তুষার যোশি।

গানের ভিডিও:

ছবির চরিত্রগুলো এমন- এতে ফটোসাংবাদিক ইরা হলেন মিমি চক্রবর্তী। প্রেমিকের সঙ্গে থাকেন। নুসরাত জাহান এই ছবিতে মেহের। মুসলিম। তিনি স্ট্রাগলিং অভিনেত্রী। সোহিনী সরকার এই ছবিতে উত্তর কলকাতার গৃহবধূ রূপা। এই ছবিতে প্রিয়াঙ্কা সরকারের চরিত্রের নাম সুজি। বাঙালি খ্রিস্টান মেয়েটি সিঙ্গেল মাদার। মূলত বৈষম্যমূলক আচরণের শিকার হওয়া কলকাতার পাঁচ মেয়ের জীবনের গল্প উঠে আসবে ‘ক্রিসক্রস’-এ।

চলচ্চিত্রটি প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘এখানে একই শহরের পাঁচ মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। যাদের আলাদা ধরনের জীবনযাত্রা, কিন্তু কোথাও যেন পাঁচজনের একটা মিল আছে।’ জয়া জানালেন, ১০ আগস্ট ছবিটি ভারতে মুক্তি পাবে।