খেলার খবর: শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হেরে হোয়াইটওয়াশের তেতো স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রবিবার শ্রীলঙ্কার কাছে ১৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে প্রোটিয়া দল।
দক্ষিণ আফ্রিকার সামনে ৪৯০ রানের পাহাড়সম টার্গেটি দিয়েছিল লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা লড়াই করতে দেখা গেল সফরকারীদের। থিউনিস ডি ব্রুইনের অভিষেক সেঞ্চুরি ও তেম্বা বাভুমার ব্যাটে লড়ে গেল তারা, কিন্তু জয়ের জন্য তা যথেষ্ঠ ছিল না। রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে ২৯০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ডি ব্রুইন ২৩২ বলে ১২টি চারের সাহায্যে ১০১ রান করে হেরাথের বলে বোল্ড হন। ৬৩ রান করা বাভুমাও হেরাথের শিকার হন।
বাঁহাতি হেরাথ ৬টি উইকেট তুলে নেন। ২টি করে উইকেট পান দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনাঞ্জয়া।
তবে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করা ওপেনার দিমুথ করুনারত্নে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা-৩৩৮ ও ২৭৫/৫ ডিক্লে. দক্ষিণ আফ্রিকা-১২৪ ও ২৯০ (৮৬.৫ ওভার)