খেলা

ওয়ানডেতে মুমিনুল, টি-২০তে সৌম্য অধিনায়ক

By daily satkhira

July 24, 2018

খেলার খবর: টেস্ট সিরিজের ব্যর্থতা সামলে নিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের ধাক্কা সামলে ওয়ানডে সিরিজের প্রথমটিই জিতে নিয়েছে বড় ব্যবধানে। এখন মাশরাফিরা সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ অবস্থা যখন জাতীয় দলের তখন আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও তিন টি-২০ ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট খেলে দেশে ফিরে আসা মুমিনুল হক এবং টি-২০ সিরিজের অধিনায়ক সৌম্য সরকার। দুই ফরম্যাটে এবারই প্রথম ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন দুই ক্রিকেটার। ওয়ানডে সিরিজে মুমিনুলের সহকারী সৌম্য। তিন সপ্তাহের সফর করতে ‘এ’ দল দেশ ছাড়বে ২৮ জুলাই। আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ফল করার টার্গেটে শক্তিশালী দল পাঠাচ্ছে বিসিবি। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন স্কোয়াডে। তারা হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান, ডান হাতি পেসার তাসকিন আহমেদ, বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম, অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সফর শেষে দেশে ফিরবেন মুমিনুল, সৌম্যরা ১৮ আগস্ট।

স্কোয়াড বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, শরীফ উদ্দিন, সাঈফ হাসান ও তাসকিন আহমেদ।