খেলা

সিনিয়ররাই দলের প্রাণ

By daily satkhira

July 24, 2018

খেলার খবর: বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চ পাণ্ডব’— মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ সিনিয়রই দুর্দান্ত খেলেছেন। মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর দুর্দান্ত পারফরম্যান্সে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। মাশরাফি বোলিংয়ে এবং তামিম-সাকিব-মুশফিক ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন। কিন্তু মাহমুদুল্লাহ বলে-ব্যাটে সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে দেখিয়েছেন ক্যারিশমা। বাংলাদেশ দলে এখন ৫ সিনিয়র ক্রিকেটারই প্রাণ। মাশরাফি ফিরেই দলকে যেন বদলে দিয়েছেন। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলে যে আত্মবিশ্বাসের ঘাটতি তা প্রথম ওয়ানডেতে চোখে পড়েনি। বরং উইন্ডিজরা অবাক হতে পারে এই ভেবে যে, টেস্টে যে দলকে তারা লজ্জায় ডুবাল সেই দলটিই কিনা প্রথম ওয়ানডেতে তাদেরকে উড়িয়ে দিল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের এমন জয়ের পেছনে মূল কারিগর অধিনায়ক মাশরাফি। বল হাতে দুর্দান্ত দাপট দেখিয়ে নড়াইল এক্সপ্রেস নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। তামিম ও সাকিব ব্যাটিংয়ে দেখিয়েছেন তাদের ক্যারিশমা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার এনামুল হক বিজয় আউট হওয়ার পর তারা ৪৫ ওভার পর্যন্ত খেলেছেন। সাকিব ৯৭ রান করে আউট হয়ে গেলেও ১৩০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তামিম। ৫০ ওভারের মধ্যে তামিম একাই খেলেছেন ২৬.৪ ওভার। তামিম-সাকিব বেশি সতর্ক হয়ে খেলতে গিয়ে রানের গতিটা খুব বেশি সচল রাখতে পারেননি। তা ছাড়া টার্নিং উইকেটে ব্যাটিং করাও কঠিন ছিল। কিন্তু শেষ দিকে আরেক সিনিয়র মুশফিক এসে মাত্র ১১ বলে ৩০ রানের সাইক্লোন ইনিংস খেলে স্কোর বাড়িয়ে দেন। মাহমদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের সুযোগই পাননি বলতে গেলে। বাইশগজে গিয়ে মাত্র এক বল ফেস করার সুযোগ পেয়েছেন— একটি বাউন্ডারী হাঁকিয়েছেন। তবে অসাধারণ ফিল্ডিং করেছেন তিনি। একাই তিন তিনটি ক্যাচ নিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস, আন্দ্রে রাসেল ও নার্সকে সাজঘরে পাঠিয়ে দিয়েছেন। ভয়ঙ্কর ক্রিস গেইলকেও রান আউট করতে প্রধান ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ।

৫ সিনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ জয় এনে দিলেও ভাবনায় ফেলে দিয়েছে ‘জুনিয়র’দের পারফরম্যান্স। সিনিয়রদের সঙ্গে পাল্লা দিয়ে জুনিয়ররা পারফরম্যান্স প্রদর্শন করতে পারছেন না। এমন তো নয় যে প্রতিটি ম্যাচেই সিনিয়ররা ভালো করবেন! সিনিয়রদের ওপর অধিক নির্ভরতা দলের জন্য বিপদের কারণ হয়েও দাঁড়াতে পারে!