স্বাস্থ্য

স্ট্রোকের লক্ষণ এবং করণীয়

By daily satkhira

July 24, 2018

স্বাস্থ্য কণিকা: স্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই। অনেক কম বয়সীরাও এ রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু স্ট্রোকের লক্ষণগুলো জানা থাকলে রোগীকে রক্ষা করা সম্ভব। স্ট্রোকের প্রধান ও প্রথম লক্ষণ রোগীর মুখম-লে ধরা পড়ে। মুখের বাম পাশের মাংসপেশি ঝুলে পড়ে, যাতে রোগীর নিয়ন্ত্রণ থাকে না। লক্ষণটি ভালো করে বুঝতে হলে রোগীকে হাসতে বলুন। হাসতে না পারলে দ্রুত হাসপাতালে নিন। স্ট্রোক করার আগে রোগী দুহাতে অস্বাভাবিক দুর্বলতা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হাত মাথার ওপরে তুলে ধরতে বলুন। তুলতে না পারলে বা তুলে ছেড়ে দিলে হাসপাতালে নিন। স্ট্রোকের আগে কথা জড়িয়ে যায়। কেউ যদি কথা বলতে বলতে হঠাৎ অস্পষ্ট কথা কিংবা জড়িয়ে যাওয়া গলায় কথা বলতে থাকেন, তা হলে হাসপাতালে নিন। স্ট্রোকের আগে তীব্র মাথাব্যথা হয়ে থাকে। যদি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মাথার বাম অংশে তীব্র ব্যথা শুরু হয়, অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিন। মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধা পাওয়ায় শরীরের সাধারণ কাজ করার ক্ষমতা ব্যাহত হয়। ফলে হাত-পা কিংবা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ওপর স্ট্রোকের রোগীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রোগীকে উঠে দাঁড়াতে বলুন। উঠে দাঁড়াতে না পারলে দ্রুত হাসপাতালে নিন। স্ট্রোকের আরেকটি লক্ষণ হলো রোগী আপনজনকেও চিনতে পারেন না। এমনকি নিজের নামও ভুলে যান। অবস্থা এমন দেখলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।