খেলা

আজ সাকিব-তামিমদের সামনে সিরিজ জয়ের হাতছানি

By Daily Satkhira

July 25, 2018

খেলার খবর: বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। গায়ানাতে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে মাশরাফিদের। বাংলাদেশের লক্ষ্য এমনই। সেন্ট কিটসে অপেক্ষায় না থেকে গায়ানাতে সিরিজি জয় করতে চাইছে সফরকারীরা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও চ্যানেল নাইন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজের কাছেও ম্যাচটি অনেক গুরুত্বের। বাংলাদেশের কাছে সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তাই আজ জয়ের সব পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গেইল-রাসেলরা। তবে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে মাথা উঁচু করে দাঁড়ানো বেশ কঠিন হবে ক্যারিবিয়ানদের! টেস্টে বাজেভাবে পরাজিত হওয়ার পর ওয়ানডে সিরিজে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফিদের জয় ৪৮ রানের। টেস্টের ব্যর্থতা ছাপিয়ে উঠতে নিজেদের সেরা ফরম্যাটকে বেছে নিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে প্রথম ওয়ানডের ধারাবাহিতকতা ধরে রাখতে চায় সফরকারীরা। টেস্টে যেই টপ অর্ডার ছিল ছন্নছাড়া, সেই টপ অর্ডারই ছন্দে ফিরেছে ওয়ানডেতে। তাই বাংলাদেশের সিরিজ জয় কিংবা ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফেরার লড়াই-সবমিলিয়ে আজকের ম্যাচটি হবে তাতিয়ে দেওয়া এক লড়াই।

অথচ দুই দিন আগেও ভিন্ন রূপ ছিল দুই শিবিরের চিত্র। টেস্ট সিরিজে বিধ্বস্ত বাংলাদেশের আত্মবিশ্বাস ছিল একেবারে তলানিতে। সাম্প্রতিক পারফরম্যান্সে নেতিবাচক শিরোনামে জর্জরিত হতে হচ্ছিল টাইগারদের। প্রথম ওয়ানডেটা আপাতত আত্মবিশ্বাসটা ফিরিয়েছে। ঘুরে দাঁড়ানোর স্পৃহা ফুটিয়ে তুলেছে। এবার সেসব ধরে রাখার সঙ্গে সিরিজ জয়ের মিশন।

মাঠের লড়াই যেমনই হোক না কেন, কথার লড়াইয়ে গায়ানাতেই ম্যাচটি জিততে চাইছে দুই দল। সিরিজ নিশ্চিত করার কথা বলেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে আগের ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে চান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

প্রথম ম্যাচে ৪৮ রানের জয়টি এসেছিল দলের সিনিয়র ক্রিকেটার সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিদের অবদানে। এই ম্যাচে জুনিয়রদের ওপর দায়িত্ব পড়লে তাদেরও নিজেদের কাজটা ঠিকমতো করতে হবে। তরুণরা তাদের কাজটা ঠিকমতো করতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ চলে আসবে বাংলাদেশের।

আজকের ম্যাচে দলে কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছেন ওপেনার এনামুল হক। এই ম্যাচে কপাল পুড়তে পারে তার। প্রস্তুতি ম্যাচে ৭০ রান করা লিটনকে দেখা যেতে পারে আগের ম্যাচে ১৩০ রান তামিমের সঙ্গে। লিটনকে নিচের দিকে খেলানোর পরিকল্পনা থাকলে বাদ পড়তে পারেন সাব্বির রহমান। শেষ ম্যাচে তিনিও দলের প্রয়োজনে কিছু করতে পারেননি। তবে উইনিং কম্বিনেশন রেখে দিলে হয়তো আরও একবার সুযোগ পেতে পারেন সাব্বির কিংবা এনামুল।

মাশরাফি গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। দ্বিতীয় ম্যাচে ধারালো বোলিংয়ের পসরা সাজাতে চাইবেন। তবে এই ম্যাচে রুবেল হোসেন ও মোস্তাফিজকেও বাড়তি দায়িত্ব নিতে হবে। এর বাইরে তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন বল হাতে ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। সব মিলিয়ে দারুণ উদ্দীপ্ত বাংলাদেশ।

জিততে গেলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশকে। আগের ম্যাচে ক্যারিবিয়ানরা প্রচুর ক্যাচ মিস করেছিল। সেই সুযোগটা ভালো মতো কাজে লাগাতে পেরেছে তামিম-সাকিব। দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ নাও মিলতে পারে। তাই বাংলাদেশের খেলোয়াড়দের তিনটি বিভাগেই সেরাটা খেলতে হবে।

এদিকে বাংলাদেশকে আটকানোর পরিকল্পনায় বেশ শক্তিশালী পরিবর্তন আনতে পারে ক্যারিবীয়রা। প্রথম ম্যাচে ক্যাচ মিসের যে মহড়া দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সেটা ঠিক করে নিতে বাড়তি অনুশীলন করেছে। ক্যারিবিয়ান একাদশেও বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে।

মোট কথা বাংলাদেশের জন্য কঠিন ফাঁদ পাততে যাচ্ছে স্বাগতিকরা। গায়ানাতে প্রথম ম্যাচের মতো উইকেট হচ্ছে না। নতুন বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছুটা সময় ক্যারিবিয়ান বোলারদের দ্বারা ভুগতে হয়। সেই হিসেবে প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে আরও দ্রুত গতির পিচ হওয়ার সম্ভাবনা বেশি। স্বাগতিক দেশ হিসেবে প্রথম ম্যাচে পিচ থেকে তেমন সুবিধা আদায় করে নিতে পারেননি ক্যারিবিয়ান বোলাররা। তাই এমন পরিবর্তন। তবে বাংলাদেশের ভাবনায় শুধুই সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচের দিকেই তাকিয়ে আছেন বাংলাদেশের সহ অধিনায়ক সাকিব আল হাসান, ‘গায়ানার মাঠ, মাটি অনেকটাই বাংলাদেশের মতো। যেটা আমাদের জন্য ইতিবাচক। বুধবার আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে। আমরা ওই ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

স্বাগতিকরা অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নয়। সিরিজ বাঁচানোর ম্যাচে মরণকামড় দেবে ক্যারিবিয়ানরা। হোল্ডারের কথাতেই আছে তেমন ইঙ্গিত, ‘আগের ম্যাচে আমরা বেশকিছু ভুল করেছি। এক ম্যাচে এতগুলো ভুল করে আপনি জিততে পারবেন না। আমাদের তিন বিভাগে আরও উন্নতি করতে হবে। পিচটা খুবই ভালো, ব্যাটিং সহায়ক। আশা করছি পরের ম্যাচটি জিতে আমরা সিরিজে ফিরব।’

ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে ২০১৬ সালের সেপ্টেম্বরের পর আবারও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিতে পারবে বাংলাদেশ। সেই অপেক্ষাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা। যদিও হিসেব নিকেশে সতর্ক বার্তা দিয়ে রাখছে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ বারের দেখায় ৮বার জিতেছে বাংলাদেশ আর ১৯ বার জয় পেয়েছে ক্যারিবীয়রা। তারপরেও পছন্দের ফরম্যাটে বাংলাদেশ দল চাইছে নিজেদের সেরাটা দিতে। তাদের ভাবনায় কেবল সিরিজ জয়।