তালা

জেলা পরিষদের সদস্য প্রার্থীরা তালায় ভোটারদের দারে দারে

By daily satkhira

November 30, 2016

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা ইউপি সদস্যদের বাড়ি বাড়ি গণসংযোগ করছেন। ভোটারদের সঙ্গে কথা বলছেন প্রার্থীরা। নির্বাচিত হলে প্রাপ্ত ক্ষমতাবলে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা। শুধু চেয়ারম্যান পদে নন, মাঠে নেমেছেন সদস্যপদ প্রার্থীরাও। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে তালায় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় আসছেন না বিএনপি ও জাতীয় পার্টির কোনো প্রার্থী। সে ক্ষেত্রে এ নির্বাচন আওয়ামী লীগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এ জন্য দলটির সদস্য পদ নিয়েই দলের মধ্যে চলছে গ্র“পিং। দলের হাইকমান্ড দলীয় একক প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় সকল প্রার্থী নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বলে জানা গেছে। নির্বাচনকে ঘিরে ইউপি সদস্যদের কদর বেড়েছে। তালা উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে দুটি থানার মোট ১৫৮ জনপ্রতিনিধি ভোট দিয়ে ২জন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করবেন। এর মধ্যে ৫টি ইউনিয়ন নিয়ে পাটকেলঘাটা থানা মোট ভোটার ৬৫জন ও তালা থানায় ৭টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার ৯২ জন। এছাড়া আশাশুনি উপজেলার আংশিক ৫টি ইউনিয়ন ও তালা উপজেলা নিয়ে সংরক্ষিত নারী সদস্য নির্বাচনী এলাকা ঘোষণা করা হয়েছে। মোট ভোটার ২২২জন। নির্বাচনে পুরুষ সদস্য পদে তালা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাংবাদিক জাকির হোসেন, সদর আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দীন বিশ্বাস, পাটকেলঘাটা থানা নির্বাচনী এলাকা থেকে পুরুষ সদস্য পদে সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক মফিদুল ইসলাম, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম তালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, ইঞ্জিনিয়ার আবির হোসেন রনি, মাষ্টার শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সংরক্ষিত নারী সদস্য পদে সাতক্ষীরা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিলা ইসলাম জুই,সাবেক তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, মুরশীদা খাতুন পাপড়ী, মুক্তিযোদ্ধা পরিবারের বধু মাহফুজা সুলতানা রুবি, তালা উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী হোসনেয়ারা বেগম নির্বাচনের লক্ষ্যে গনসংযোগ অব্যাহত রেখেছেন।