আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচন: বিজয়ের পথে ইমরান খানের দল

By Daily Satkhira

July 26, 2018

বিদেশের খবর: সহিংসতার ভেতর দিয়ে পাকিস্তানে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। বেসরকারিভাবে আসতে শুরু করেছে ফলাফল। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে জাতীয় পরিষদের ফলাফলে এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

২৭২ আসনের মধ্যে ফলাফল ঘোষিত হয়েছে ২৫৪টার। ইমরান খানের দল ১১২টা আসন পেয়ে এগিয়ে গেছে।

বুধবার রাত ১১টা পর্যন্ত ফলাফলের এই চিত্র প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল ডটকম।

এতে বলা হয়েছে, ইমরান খানের পরই অবস্থান নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের (এন)।

আর বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এগিয়ে ছিল ২৭টি আসনে।

পাকিস্তানের জাতীয় পরিষদের মোট ৩৪২ আসনের মধ্যে ২৭২ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি ৭০টি আসন নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত। কোনো দলকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২৭২ আসনের মধ্যে ১৩৭ আসনে জিততে হবে। বুধবার জাতীয় পরিষদের সঙ্গে দেশটির চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়ে বিরতিহীনভাবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।