খেলা

আর্জেন্টিনার বিপক্ষে পাভার্দের গোল বিশ্বকাপের সেরা

By Daily Satkhira

July 26, 2018

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচটির কথা মনে আছে নিশ্চয়? রোমাঞ্চকর ম্যাচের ৫৭ মিনিটে হাফভলিতে কোনাকুনিভাবে জালে বল জড়িয়েছিলেন ফরাসি ডিফেন্ডার বেনজামিন পাভার্ড। তার গোলে ২-২ সমতায় চলে এসেছিল ফ্রান্স। আর এই গোলটি পেয়েছে রাশিয়া বিশ্বকাপের সেরা গোলের মর্যাদা।

ফিফার ওয়েবসাইট জানিয়েছে, প্রায় ৩০ লাখ ভক্তের ভোটে বেনজামিনের গোলটি গোল অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে।

গোলটি অবিশ্বাস্য ভঙ্গিতেই বাতাসে ঘূর্ণি তৈরি করে বাম কর্নার দিয়ে জালে প্রবেশ করেছিল। আর্জেন্টাইন গোলকিপার কিছুতেই তার নাগাল পাননি। ম্যাচটিতে আর্জেন্টিনা বিদায় নেয় ৪-৩ গোলে হেরে।

ভোটের বিচারে দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে জাপানের বিপক্ষে কলম্বিয়ার হুয়ান কুইন্তেরোর লো ফ্রিকিকে করা গোল। তৃতীয় নির্বাচিত হয়েছে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ক্রোয়েশিয়া মিডফিল্ডার লুকা মদরিচের গোল।

ভক্তদের ভোটে এবারই প্রথম ইউরোপীয় কোনও তারকার গোল সেরা হিসেবে বিবেচিত হলো। ২০০৬ সাল থেকে ভক্তদের ভোটে সেরা গোল নির্বাচনের প্রথা শুরু হয়েছে।

গোলের ভিডিও