কালিগঞ্জ

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি সাইফুল বারী-সুকুমার সম্পাদক

By daily satkhira

November 30, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা বুধবার বেলা ১১টায় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। সভার শুরুতে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অধ্যক্ষ তমিজ উদ্দিন আহম্মেদসহ প্রয়াত অন্যন্যা সাংবাদিকদের মৃত্যুতে শোক প্রস্তাবসহ তাদের রূহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রথম অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত সদস্যদের মৌখিক সমর্থনে শেখ সাইফুল বারী সফুকে (দৈনিক ভোরের ডাক ও দৈনিক জন্মভূমি) সভাপতি ও সুকুমার দাশ বাচ্চুকে (দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক কাফেলা) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন (দৈনিক পত্রদুত, দৈনিক স্পন্দন, দৈনিক সময়ের খবর), শেখ আনোয়ার হোসেন, (দৈনিক অনির্বান), যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু (দৈনিক সাতনদী), সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, (দৈনিক ভোরের পাতা ও দৈনিক যুগের বার্তা), কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ (দৈনিক প্রবর্তন), তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু (দৈনিক সমাজের কথা, দৈনিক আজকের সাতক্ষীরা ও সাপ্তাহিক খুলনার বানী), দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর আলম (দৈনিক দিনকাল ও লোক সমাজ), নিবার্হী সদস্য অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব (দৈনিক গ্রামের কাগজ) ও শেখ আবু হাবিব (দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক জন্মভূমি)। এদিকে কমিটি গঠন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান প্রমুখ। দীর্ঘদিন পর সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।