রাজনীতি

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ফলজ গাছের চারা বিতরণ

By daily satkhira

July 27, 2018

 

নিজস্ব প্রতিবেদক : বসত ভিটায় বৃক্ষ রোপনের লক্ষ্যে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলার উদ্যোগে পৌর ৮নং ওয়ার্ড শাখার আয়োজনে শহরের কামালনগর ডিপের মাঠে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ পৌর ৮নং ওয়ার্ডের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকাত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আনিস খান চৌধুরী বকুল, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আজগর আলী সরদার ও বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। সমগ্র অনুষ্ঠানে পরিচালনা করেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের পৌর ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। উক্ত বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এসময় ৩শ পরিবারের মধ্যে আম, পেয়ারাসহ ফলজ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের দাবিদার একমাত্র আওয়ামীলীগ সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। গরিব-দুখী মানুষের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশের পরিণত করেছেন। বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবার ব্যবস্থা করেছেন। দেশের এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলে আবারো নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

২৭.০৭.২০১৮