খেলা

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ : শ্যামনগর উপজেলা দল ফাইনালে

By daily satkhira

November 30, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর প্রথম সেমিফাইনালের জাঁকজমকপূর্ণ খেলায় আশাশুনি উপজেলা দল নিয়ম বহিভূতভাবে ৩টি বহিরাগত খেলোয়ার দিয়ে খেলায় অংশ নেওয়ার জন্য শ্যামনগর উপজেলা দলকে বিজয়ী ঘোষণা করে টুর্নামেন্ট কমিটি। বুধবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযেগিতায় ৬ষ্ঠ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টর প্রথম সেমিফাইনাল খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ডিএস’র আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য ইমাদুল হক খান, ফারহা দিবা খান সাথিসহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক খেলাটি উপভোগ করেন। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখো মুখি হবে সদর উপজেলা দল বনাম দেবহাটা উপজেলা দল।