আন্তর্জাতিক

পাকিস্তানে বিরোধীজোটের ফল প্রত্যাখ্যান, পুনরায় ভোট দাবি

By Daily Satkhira

July 28, 2018

বিদেশের খবর: পাকিস্তানের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি জোট। নির্বাচনের এই ফলাফলের ভিত্তিতে সাবেক ক্রিকেটার ইমরান খান ক্ষমতায় আসীন হতে যাচ্ছেন। কিন্তু পাকিস্তানের অন্য রাজনৈতিক দলগুলো এই ফলাফল বর্জন করেছে। দলগুলো বলছে, এই নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছে তারা।

গতকাল শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে।

পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ ও মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) এর প্রধান মাওলানা ফজলুর রেহমানসহ অন্যান্য বিরোধীদলীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তাঁরা পুনরায় একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন।

এমএমএ পার্টির নেতা মাওলানা ফজলুর রেহমান বলেন, পুনরায় নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে আমরা কর্মসূচি দেবো। প্রতিবাদ জানাবো।

পাকিস্তান মুসলিম লীগ পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ জানান, তাঁর দল সংসদে যাবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।সূত্র: বিবিসি