আন্তর্জাতিক

ফের ইসরাইলের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

By Daily Satkhira

July 28, 2018

বিদেশের খবর: ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১২ বছর বয়সী এক বালকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল শুক্রবার অধিকৃত গাজা উপত্যকায় এই ঘটনা ঘটে। নিহত ওই বালকের নাম মাজদি রামজি কামাল আল-সাত্রা।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার গাজায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি সেনারা। সে সময় ওই দুই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরি জানিয়েছেন, ওই বালকটিকে খান ইউনিস এলাকায় হত্যা করা হয়।

তিনি জানান, শুক্রবার ইসরায়েলি সেনারা গাজা সীমান্তের কাছে গাজী আবু মুস্তফা (৪৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

প্রসঙ্গত, ইসরায়েলি সেনারা গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় দেড়শ’ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে । সূত্র: আল-জাজিরা