খেলা

লুইস-ঝড়ে উড়ে গেল রংপুর

By Daily Satkhira

December 01, 2016

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শেষ করে সদ্যই ঢাকায় পা রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের মারমুখী ব্যাটসম্যান এভিন লুইস। বিমানভ্রমণের ক্লান্তি পুরোপুরি কাটতে না কাটতেই ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে নেমে পড়েছিলেন বিপিএলের ম্যাচ খেলতে। কিন্তু কোনো কিছুই টের পেতে দিলেন না ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ৩৩ বলে ৭৫ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে জয় এনে দিলেন দলকে। লুইসের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার লুইস ও মেহেদী মারুফের দারুণ ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১৮৮ রান জমা করেছিল ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ রানেই থেমে গেছে রংপুরের ইনিংস। দাপুটে এই জয় দিয়ে বিপিএলের পরবর্তী রাউন্ড প্রায় নিশ্চিতই করে ফেলেছে সাকিবের দল। ১০ ম্যাচ শেষে ঢাকার সংগ্রহ ১৪ পয়েন্ট। বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও তারা রেখেছে নিজেদের দখলে। সমানসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানস। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স আছে পঞ্চম স্থানে। ১৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল রংপুর। প্রথম ৯ ওভারের মধ্যে মাত্র ৪৬ রান সংগ্রহ করতেই হারিয়েছিল ছয়টি উইকেট। তাদের হারটাও নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। সপ্তম উইকেটে ৮৭ রানের জুটি গড়ে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন সোহাগ গাজী ও জিয়াউর রহমান। কিন্তু তাঁদের এই লড়াকু জুটিটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ১৯তম ওভারে সোহাগ গাজী সাজঘরে ফিরেছিলেন ৩৬ রান করে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে জিয়াউর করেছেন ৬০ রান।