??????? ?????? ????? ???????? ??????

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারীর মৃত্যু

By Daily Satkhira

July 29, 2018

বিদেশের খবর: বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী মিয়াকো চিইয়ো ১১৭ বছর বয়সে মারা গেছেন। গতকাল শুক্রবার টোকিওতে তিনি মারা যান। মিয়াকো চিইয়ো নামের জাপানিজ এই বৃদ্ধা ১৯০১ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশের ও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন। খবর সিএনএনের।

২০১৫ সালের এপ্রিলে জাপানের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে মিসাও ওকাওয়া ১১৭ বছর বয়সে মারা যান। ওকাওয়া ১৮৯৮ সালের ৫ মার্চ জন্ম গ্রহণ করেন। তার মৃত্যুর পর চিইয়ো ছিলেন জাপান ও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস চিইয়োকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ও সবচেয়ে বয়স্ক নারী হিসেবে স্বীকৃতি দেয়ার পরপরই তিনি মৃত্যুবরণ করেন।

এক বিবৃতিতে জানা যায়, ১১৭ বছর বয়সী চিইয়ো ধৈর্যশীল ও দয়ালু ছিলেন। এছাড়া পরিবারের সদস্যরা তাকে গল্পবাজ ‘দেবী’ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি জাপানিজ খাবার সুশি ও ইল মাছ খেতে পছন্দ করতেন। চিইয়ো ক্যালিওগ্রাফি করতেও ভালোবাসতেন।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষও জাপানি নাগরিক। মাসাজো নোনাকা নামের ওই ব্যক্তি ২৫ জুলাই ১১৩ বছরে পা দিয়েছেন।