বিনোদন

হঠাৎ থমকে গেলেন অপু বিশ্বাস!

By Daily Satkhira

July 29, 2018

বিনোদন সংবাদ: সংগীত জগতে একসঙ্গে ৫টি গান প্রকাশ করে যাত্রা শুরু করেছে ‘এসএস মিউজিক ক্লাব’। রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে শুক্রবার উন্মোচন হয়েছে এর ইউটিউব চ্যানেল। সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আফরোজা সুলতানা পপি, উপদেষ্টা ও গীতিকার বিলিয়ান বিপু,সংগীত পরিচালক আবিদ রনি,নির্মাতা ওসমান মিরাজ, বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শোবিজ অঙ্গনের মানুষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস!

এসএস মিউজিক ক্লাব-এর পাঁচটি মিউজিক ভিডিও সবার জন্য যখন লঞ্চ করা হবে। তখন স্বাভাবিকভাবেই স্পিকারে পুরো ভলিউমে চলছে গান। এসময় মিউজিকের তালে তালে সুর মেলাতে ও মাথা নাড়াতে দেখা গেছে অনককেই। এমনকি অপু বিশ্বাসও তখন মিউজিকের সাথে সাথে মাথা দোলাচ্ছিলেন। কিন্তু হঠাৎ থমকে গেলেন অপু!

কারণ, গানের শেষ অংশতে শোনা গেলো ‘ও বন্ধু আমি সেই অপু বিশ্বাস’! সবাই কিছু বোঝার আগেই স্টেজে বসেই রীতিমতো চিৎকার করে উঠলেন অপু বিশ্বাস! বলে উঠলেন, আমাকে নিয়ে গান! হোয়াট অ্যা সারপ্রাইজ! এরপর নিজেই মাইক্রোফোন নিলেন অপু।

এসএস মিউজিক ক্লাব-এর এমন সারপ্রাইজে তিনি বললেন, অনেকদিন পর এতো বড় একটা সারপ্রাইজ পেলাম। আমি আগে ভাবতেও পারিনি যে আমার জন্য এতো বড় একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। সত্যি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না!

অপুকে নিয়ে করা গানটি ছাড়াও অনুষ্ঠানে একসঙ্গে পাঁচটি মিউজিক ভিডিও দিয়ে এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়। সবগুলো গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ওসমান মিরাজ। এই চ্যানেল থেকেই আগামীতে দেশের বরেণ্য ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গান ও মিউজিক ভিডিও নিয়মিত প্রকাশ করা হবে বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটির উপদেষ্টা বিলিয়ান বিপু বলেন, ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি আমার ভালোবাসা রয়েছে। সঙ্গীতকে আমি নিজের মধ্যে ধারণ করি। সে ভালোবাসা থেকেই আজ এসএস মিউজিক ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া। আমার বিশ্বাস প্রতিষ্ঠানটি থেকে ভালো মানের গান ও মিউজিক ভিডিও সবাইকে উপহার দিতে পারবো।

পাঁচটি মিউজিক ভিডিওর সংগীত আয়োজন: বিলিয়ান বিপুর কথায় ‘মনকে খুঁজেছি’ গানে কণ্ঠ দিয়েছেন সোহান ও রেশমি। এই গানটির সুর ও সংগীত করেছেন সুষমিত মণ্ডল। আবিদ রনির সুর, সংগীত ও কথায় ‘অস্থির সময়’ গানে কণ্ঠ দিয়েছেন আতিক সামস। ‘মন শুধু চায়’ গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও আতিক সামস। এই গানটিরও সুর, সংগীত ও কথা আবিদ রনির।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি ‘দূরে তুমি’ গানটিরও সুর, সংগীত ও কথা মাহমুদ সানির। নিজের সুর ও সংগীতে ‘হারিয়েছি তোর প্রেমে’ গানে কণ্ঠ দিয়েছেন সুষমিত মণ্ডল। কথা লিখেছেন বিলিয়ান বিপু।

গানগুলোতে মডেল হিসেবে দেখা যাবে-আমান রেজা, আশফাক রানা, লিয়ানা লিয়া, তারেক, রিও, ঝরা, তৃষ্ণা, সূচি, মাহামুদ সানি ও জেরিন। অনুষ্ঠানে সবগুলো মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়।