বিজ্ঞান ও প্রযুক্তি: টম, মার্ক আর জ্যাক। দক্ষিণ কোরিয়া থেকে পাড়ি জমাতে যাচ্ছে রাশিয়ায়। উদ্দেশ্যটাও বেশ গুরুত্বপূর্ণ। এর একটি রুশ পুলিশের হয়ে যোগ দেবে প্রতœতাত্ত্বিক অনুসন্ধানে। অন্য দুটি কাজ করবে ইয়াকুটিয়া পুলিশের হয়ে। দক্ষিণ কোরিয়ায় বিজ্ঞানীদের হাতে গড়া এই তিন চরিত্র কিন্তু মানুষ নয়। বিজ্ঞানাগারে ক্লোন করে তৈরি করা এই পুলিশ সদস্য আসলে তিনটি কুকুর। নতুন এই পুলিশ সদস্য শেফার্ড জাতের কুকুরের বংশধর। ক্লোন করে এই প্রজাতির সঙ্গে মেশানো হয়েছে কোরিয়ার সব থেকে জনপ্রিয় কুকুর প্রজাতির জিন। গন্ধ শুঁকে কোনো জিনিস অনুসন্ধানে বেশ দক্ষ কুকুরের এই প্রজাতিটি। রাশিয়ার পুলিশের জন্য এই কুকুরগুলোর জন্ম দেওয়া হয়েছে সাউথ কোরিয়ার সোয়াম বায়োটেক রিসার্চ ফাউন্ডেশনে। আর কাজটির পুরো দায়িত্বে ছিলেন ডা. হুয়ান উ সুক ও তাঁর দল। তাঁদের দাবি, যেকোনো কুকুরের থেকে বিভিন্ন দিক থেকেই শক্তিশালী এই কুকুরগুলো। ভ্যালেরি চুগুনভ নামে রাশিয়ান মিলিটারি রিসার্চ সোসাইটির একজন কর্মকর্তা জানিয়েছেন, টম, মার্ক আর জ্যাকের বয়স মাত্র এক বছর। রাশিয়ায় পৌঁছানোর পর তাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন পশু বিশেষজ্ঞরা। তারা বেশ খাওয়াদাওয়া করছে, আর খেলাধুলায় মেতে আছে। চুগুনভ আরো জানান, কুকুরগুলো সাইবেরিয়ার ঠান্ডা আবহাওয়ার সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেনি। বাইরের ঠান্ডায় বের করলে, তারা ফিরে আসছে। তবে কিছুদিন পর ঠান্ডায় কুকুরগুলো অভ্যস্ত হয়ে পড়বে বলে মনে করছেন তিনি। কুকুরগুলোকে এখন শুধু শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমেই নির্দেশ দেওয়া হচ্ছে। তবে শিগগিরই তারা রুশ ভাষা রপ্ত করে নেবে বলে আশা করছে পুলিশ।