দেবহাটা

দেবহাটায় ফলদ বৃক্ষ মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

By Daily Satkhira

July 29, 2018

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় রবিবার সকাল ১১ টায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শুরুতে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। দেবহাটা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিমউদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সখিপুর কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, উপজেলা বন কর্মকর্তা আবুল হাশেম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন নার্শারী মালিকগন উপস্থিত ছিলেন। ৩দিনব্যাপী এই ফলদ বৃক্ষ মেলায় বিভিন্ন এলাকা থেকে নার্শারী মালিকগন ১৬ টি স্টল প্রদর্শন করেছেন। আগামী ৩১ জুলাই মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।