দেবহাটা

দেবহাটায় বিদ্যুৎ সংযোগের নামে অর্থ-বাণিজ্যের অভিযোগ

By Daily Satkhira

July 31, 2018

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইন ও সংযোগ দেওয়ার নাম করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে অর্থ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা, সুবর্ণাবাদ,দক্ষিণ কুলিয়া মোড়লপাড়া, বহেরা শাহাজীপাড়া, টিকেট, রাজরাম, ভেন্নাপোতা, নুনিখোলা ,বেলেডাঙ্গা, পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া, নিশ্চিন্তপুর,সেকেন্দ্রা, নাজিরের ঘের, শান্তা, পুটিমারি, উত্তর পারুলিয়া, নোড়ারচক, পারুলিয়া খাসপাড়া। সখিপুর ইউনিয়নের কোড়া, কাজি মহল্ল্যা, পশ্চিম কোড়া, পাঁচপোতা। নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর, আতাপুর, রামনাথপুর, কামটা, গরাণবাড়িয়া, জগন্নাথপুর, ঢেপুখালী, কালাবাড়ীয়া, আট’শ বিঘা, পাইকপাড়া, কামকাটিয়া, হাদিপুর, বেজোর আটী, ঘোনাপাড়া, নাংলা, ছুটিপুর,দক্ষিণ নাংলা, নাংলা মাঝ পাড়া, নওয়াপাড়া, দেবহাটা ইউনিয়নের ভাতশালা, ঘলঘলিয়া, চরশ্রীপুর, বসন্তপুর, দাসপাড়া, দক্ষিণ দেবহাটা অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে ৪ হাজার থেকে শুরু করে ১০ হাজার পর্যন্ত তোলা হয়েছে নতুন বিদ্যুৎ লাইন ও সংযোগ দেওয়ার নাম করে ঘর প্রতি মিটার বাবদ এই টাকা তোলা হয়েছে। দীর্ঘ দিন পরেও বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় এলাকাবাসী বিভিন্ন দপ্তরে এই অর্থ বাণিজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার গরীব, দিনমজুর থেকে শুরু করে বিত্তবানদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার নাম করে। নতুন সংযোগ ও মিটার পাওয়ার আশায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা বাড়ির গবাদি পশু, সমিতি থেকে লোন নিয়ে টাকা দিয়ে অসহায় হয়ে পড়েছে। অভিযোগে,আতাপুর এলাকার সুধান চন্দ্র বর, আরশাদ আলী, কামটার আবু জাফর, ফরিদ হোসেন, শিমুলিয়া এলাকার হাফিজুল ইসলাম, জগন্নাথপুর এলাকার মনিরুল ইসলাম,আকবার আলী, হাদিপুরের জামাত আলী, মুজাহিদ হোসেন, নাংলার লাভলু, দক্ষিণ বাংলা এলাকার ফুলচাঁদ দাস, শরিফুল ইসলাম, ঘোনাপাড়া এলাকার সিরাজুল ইসলাম, আবুল গাজীসহ বিভিন্ন এলাকার প্রায় ২’শ মানুষের স্বাক্ষরিত ঐ অভিযোগে বলা হয়েছে দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও ৪নং নওয়াপাড়া ইউপির চেয়ারম্যান মুজিবর রহমানের নির্দেশে পারুলিয়ার শাহাবুদ্দিন, কুলিয়ার আজহারুল ইসলাম, নওয়াপাড়ার নাজমুস শাহাদাত,আকবার আলী, মোনতেজ আলী, মান্নান সরদার, ভাতশালার রবিউল ইসলামসহ ১০/১৫ জন ব্যক্তি দেবহাটার বিভিন্ন এলাকা থেকে টাকা তুলেছে। এব্যাপারে দেবহাটা উপজেলা আ’লীগের সভাপতি ও ৪নং নওয়াপাড়া ইউপির চেয়ারম্যান মুজিবর রহমান জানান, বিদ্যুৎ লাইন ও সংযোগ দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ ভিত্তিহীন। এমন কোন ঘটনাই ঘটেনি। এটি অপপ্রচার মাত্র। এব্যাপারে ভূক্তভোগীরা প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।